muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

পিসিআর ল্যাবে বিদ্যুৎ দিতে গিয়ে দুইজনের মৃত্যু

রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের কক্ষে নতুন বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আনোয়ার হোসেন (২৮) ও আব্দুল আজিজ (২৬)। দুজন রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে ভাড়া বাসায় থাকেতেন। তাদের বাড়ি ঈশ্বরদীতে।

মেডিকেল কলেজ সূত্র জানায়, রাঙামাটি জেনারেল হাসপাতাল সংলগ্ন রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালের অস্থায়ী ভবনের ১ম তলায় করোনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপনের কাজ চলছিলো।

এ ল্যাবের জন্য মূল লাইন থেকে একটি বিদ্যুতের লাইন মাটির নিচ দিয়ে আনার জন্য মাটি খুঁড়ছিলেন দুই শ্রমিক। এ কাজ করতে গিয়ে মাটির নিচে থাকা আরেকটি বিদ্যুতের লাইনের সাথে শক খেলে শ্রমিক দুজন সাথে সাথে ঘটনাস্থলে মারা যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে মর্গে নেয়া হয়েছে।

গণপূর্ত বিভাগের রাঙামাটির নির্বাহী প্রকৌশলী এএসএম সানাউল্লাহ বলেন, শ্রমিকরা অসতর্কভাবে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে মনে হয়েছে।

Tags: