
অষ্টগ্রামে সাড়ে ২২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
কিশোরগঞ্জের অষ্টগ্রামে সাড়ে ২২ কেজি গাঁজাসহ মোছা. হাজেরা বেগম (৩৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার কৈরাইল গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়া মাদক ব্যবসায়ী মোছা. হাজেরা বেগম অষ্টগ্রাম উপজেলার কৈরাইল গ্রামের মো. শহিদ মিয়ার স্ত্রী।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক চন্দন দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সোয়া ৬টার দিকে অষ্টগ্রাম উপজেলার কৈরাইল গ্রামের শহিদ মিয়ার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে ঘর তল্লাসি করে সাড়ে ২২ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।
এ ঘটনায় অষ্টগ্রাম থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।