muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

সপ্তাহে অন্তত দুদিন করোনা বুলেটিন চান সেতুমন্ত্রী

করোনাভাইরাসের নিয়মিত বুলেটিন একেবারে বন্ধ না করে দিয়ে বরং সপ্তাহে অন্তত দুদিন প্রচার করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে সিলেট জোন, বিআরটিএ ও বিআরটিসি’র কর্মকর্তাদের সঙ্গে অনলাইনে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি বুলেটিন সপ্তাহে অন্তত দুদিন প্রচারের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। না হলে সংক্রমণ বিস্তারে জনমানুষের মাঝে শৈথিল্য দেখা দেওয়ার পাশাপাশি গুজবের ডালপালা বিস্তারের আশঙ্কাও থাকে।’

এ সময় তিনি আরও বলেন, করোনার সময়ে সরকার জনসমাবেশ বা কোনো ধরনের সমাগম সংক্রমণ রোধের স্বার্থে বন্ধ ঘোষণা করেছে।

প্রসঙ্গত, দেশে করোনা শনাক্ত হওয়ার থেকে প্রথমে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ও স্বাস্থ্য অধিদপ্তর যৌথভাবে নিয়মিত করোনার বুলেটিন প্রচার করে। পরে স্বাস্থ্য অধিদপ্তর এককভাবে এই বুলেটিন প্রচার করে আসছিল।

কিন্তু বুধবার থেকে নিয়মিত বুলেটিন বন্ধ করে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে করোনার হালনাগাদ তথ্য জানানোর সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর। করোনা পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে আসায়’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Tags: