muktijoddhar kantho logo l o a d i n g

বিনোদন

নিঃশ্বাসের মাধ্যমে করোনা শনাক্তের অ্যাপ তৈরি করছিলেন সুশান্ত!

বলিউডের উদীয়মান অভিনেতা সুশান্ত সিং রাজপুত শুধু অভিনয়েই দক্ষ ছিলেন না, অত্যন্ত মেধাবীও ছিলেন। মৃত্যুর আগে তিনি করোনা সনাক্ত করার জন্য মোবাইল অ্যাপ তৈরির কাজ করেছিলেন। এমন তথ্য জানালেন নিতা মোহিন্দ্রা, যিনি ‘এমএস ধোনি: দ্য স্টোরি আনটোল্ড’ ছবিতে সুশান্তের মায়ের চরিত্রে অভিনয় করেছেন।

এক সাক্ষাৎকারে নিতা মোহিন্দ্রা জানান, সুশান্ত সৃষ্টিশীল ছিলেন। আর্থিকভাবেও সফল ছিলেন। বলিউডে আসার আগে এআইইই- এর সেরা ছাত্র ছিলেন। ছোট পর্দা থেকে বড় পর্দায় সাফল্য পেয়েছেন। তার প্রয়াণে সবাই চমকে গেছে।

নিতা আরও জানান, সুশান্ত করোনা শনাক্ত করার একটি অ্যাপ তৈরির কাজ করছিলেন। অ্যাপটির কাজ সমাপ্ত করে যেতে পারলে, মোবাইলে সেই অ্যাপ ডাউনলোড করে নিঃশ্বাস পরীক্ষা করলে জানা যেত সেই ব্যক্তি করোনা আক্রান্ত কিনা।

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর দুই মাস পার হয়ে গেছে। কিন্তু তারপরেও কাটছে না তার মৃত্যু রহস্য। সুশান্ত কি আত্মহত্যা করেছিলেন নাকি মৃত্যুর দিকে ঠেলে দিতে কেউ কলকাঠি নেড়েছে? সে নিয়ে এখনো চলছে তর্ক-বিতর্ক।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

Tags: