muktijoddhar kantho logo l o a d i n g

বিনোদন

সুশান্তকে নিয়ে দুই সিনেমা : নায়ক নিয়ে জটিলতা

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যুর পর তাকে নিয়ে দুটি সিনেমার ঘোষণা দেওয়া হয়। একটির নাম ‘সুশান্ত’, অপরটি ‘সুইসাইড অর মার্ডার’। এর মধ্যে ‘সুশান্ত’ নির্মাণের ঘোষণা দেন সনোজ মিশ্রা। এতে টিকটক তারকা শচীন তিওয়ারি অভিনয় করবেন বলে জানা যায়।

সুশান্তের সঙ্গে শচীন তিওয়ারির চেহারায় মিল রয়েছে। এছাড়া টিকটকে অ্যাপে সুশান্তের সিনেমার সংলাপ ও গানের সঙ্গে ঠোঁট মেলাতেন তিনি। কিন্তু এখন শোনা যাচ্ছে, ‘সুইসাইড অর মার্ডার’ সিনেমায় অভিনয় করবেন শচীন তিওয়ারি। এ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। 

এর আগে ‘গান্ধিগিরি’, ‘রামস বার্থপ্লেস’, ‘লাফাঙ্গে নবাব’ ও ‘শ্রীনগর’ সিনেমা নির্মাণ করেছেন সনোজ মিশ্রা। দ্য এশিয়ান এজকে তিনি বলেন, ‘শচীনকে গল্প এবং তার চরিত্র কী হবে তা বুঝিয়ে বলা হয়েছে। আমরা জুলাইয়ে তার সঙ্গে ওয়ার্কশপও করেছি। এরপর তিনি ওয়ার্কশপে আসা ও আমাদের ফোন কলের জবাব দেয়া বন্ধ করে দেয়। তিনি প্রথমে আমাদের সিনেমায় চুক্তিবদ্ধ হন এবং তাকে অগ্রিম পারিশ্রমিকও দিয়েছি। প্রি-প্রোডাকশনের কাজে ১ কোটি রুপি ব্যয় করেছি। এই অবস্থায় আমরা মুম্বাইয়ের আদালতে মামলা দায়ের করব এবং আমাদের সঙ্গে চুক্তি ভঙ্গ করায় তাকে অন্য সিনেমায় কাজ করা এবং তার অভিনীত কোনো সিনেমা মুক্তি পেতে দিব না।’

অন্যদিকে ‘সুইসাইড অর মার্ডার’ সিনেমার প্রযোজক বিজয় শেখর গুপ্তা হিন্দুস্তান টাইমসকে জানান, শচীন তিওয়ারির সঙ্গে তিনি নিয়ম মেনে চুক্তি সম্পাদন করেছেন কিন্তু সনোজ মিশ্রা তা করেননি। তিনি দাবি করেছেন, শচীনকে সনোজ যে কাগজ দিয়েছেন তা ভুয়া। এই নির্মাতা বলেন, ‘শচীন খুবই সহজ সরল ছেলে এবং এই শহর তার অপরিচিত। এই ব্যক্তির (সনোজ) সঙ্গে আমার কখনো দেখা হয়নি। তিনি এই ছেলের সঙ্গে প্রতারণা করেছেন।’

এ প্রসঙ্গে শচীন তিওয়ারি বলেন, ‘আমি তার (সনোজ) সঙ্গে ৩-৪ দিন ছিলাম। মনে হচ্ছিল আমি বন্দি আছি। দিনে একবার খাওয়ার জন্য খিচুড়ি দিতেন। নাস্তা নিজের অর্থে খেতে হয়েছে। তিনি আমাকে ঠিক মতো খাবার খেতে দিতেন না সিনেমা নির্মাণ করবেন কীভাবে? আমি জীবন নিয়ে পালিয়ে এসেছি। ওই ফ্ল্যাট থেকে প্রাণ নিয়ে বোনের বাসায় উঠেছি। আমাকে কোনো পারিশ্রমিক দেওয়া হয়নি। তিনি যদি দাবি করে থাকেন তাহলে প্রমাণ দিক।’

Tags: