
বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার
ময়মনসিংহের ভালুকায় জনি নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গেলো রাত ১১টার দিকে পৌরসভার ৪ নং ওয়ার্ডের তোতাখাঁর ভিটার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশ।
নিহত জনি গাজীপুরের কাপাসিয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, রাতে স্থানীয়রা জনৈক বুলবুলের ভাড়া বাসার একটি রুমে গলায় গামছা বাধা অবস্থায় জনির ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।