
বাজিতপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক
র্যাবের এক অভিযানে ৭৮০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেল পৌনে ৫টার সময় র্যাব- ১৪ এক অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আটক মোঃ শফিকুল ইসলাম (৩৬) জেলার বাজিতপুর উপজেলার চ্যাংগাহাটি গ্রামের মোঃ জালাল মিয়ার পুত্র।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ আক্কাছ আলী জানান, সোমবার বিকেলে তারা বাজিতপুর উপজেলার পাটুলী নৌকাঘাট এলাকায় অভিযান চালিয়ে ৭৮০ পিচ ইয়াবা, নগদ ৫ হাজার ২৩০ টাকা ও ২টি মোবাইলসহ সহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বাজিতপুর থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।