muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

ভৈরবে ইয়াবাসহ হত্যা মামলার আসামি আটক

কিশোরগঞ্জের ভৈরবে ১৪৫ পিস ইয়াবাসহ চাঞ্চল্যকর সোহাদ হত্যা মামলার এজাহারনামীয় আসামি সানি (২৮) কে আটক করেছে র‌্যাব।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভৈরব উপজেলার ঘোড়াকান্দা এলাকার খাজা গরীবে নেওয়াজ স্টোরের সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়।

ইয়াবাসহ আটক হওয়া সানি ভৈরব উপজেলার ঘোড়াকান্দা এলাকার মৃত আলী আকবরের ছেলে। সে গত ৬ জানুয়ারি সংঘটিত মো. সোহাদ মিয়া (৪৬) হত্যা মামলার এজাহারনামীয় আসামি।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, গত ৬ জানুয়ারি পূর্ব শত্রুতার জের ধরে ভৈরবের পঞ্চবটি এলাকার মৃত খালেক মিয়ার ছেলে মো. সোহাদ মিয়াকে সানি সহ ৭ জন মিলে এলোপাথাড়ি মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. সোহাদ মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত মো. সোহাদ মিয়ার মেয়ে সখি বাদী হয়ে ভৈরব থানায় হত্যা মামলা দায়ের করেন।

হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য র‌্যাব নিরলস ভাবে কাজ করে যাচ্ছিলেন। এরই ধারাবাহিকতায় সোমবার রাত সোয়া ৮টার দিকে র‌্যাব অভিযান পরিচালনা করে। অভিযানে ভৈরবের ঘোড়াকান্দা এলাকার খাজা গরীবে নেওয়াজ স্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে সানিকে আটক করা হয়।

এ সময় তাকে তল্লাসি করে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২৭ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

Tags: