muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

নির্যাতনে যুবকের মৃত্যু, চার পুলিশ বরখাস্ত

সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি ‘নির্যাতনে’ রায়হানের মৃত্যুর ঘটনায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ থেকে তাদের বরখাস্ত করা হয়।

বরখাস্ত করা বাকি তিনজন হলেন, কনস্টেবল হারুনুর রশীদ, কনস্টেবল তৌওহিদ মিয়া, কনস্টেবল টিটু চন্দ্র দাস।

চার পুলিশকে সাথে এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী, কনস্টেবল সজিব হোসেনকে প্রত্যাহারও করা হয়েছে। তারা সবাই বন্দরবাজার ফাঁড়িতে দায়িত্বরত ছিলেন।

এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১১ অক্টোবর) ভোরে পুলিশের নির্যাতনে রায়হান উদ্দিন (৩৩) নামে এক যুবক নিহত হওয়ার অভিযোগ তোলে স্বজনরা। নিহত ওই যুবক সিলেটের আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে।

পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ছিনতাইকালে গণপিটুনিতে মারা গেছেন রায়হান। তবে নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশ ধরে নিয়ে নির্যাতন করে রায়হানকে হত্যা করেছে।

যদিও পুলিশের দাবি অনুযায়ী ঘটনাস্থল কাস্টঘরের সিসি ফুটেজে ওই রাতে গণপিটুনির কোন আলামত পাওয়া যায়নি।

এদিকে পরিবারের অভিযোগে ভিত্তিতে তদন্ত কমিটি গঠিন করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

Tags: