muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

নিখোঁজ শিশু সিয়ামকে ২১ দিন পর ফিরে পেল তার পরিবার

নীলফামারীর ডিমলায় নিখোঁজের ২১দিন পর শিশু সিয়ামকে ঢাকায় খুঁজে পেয়েছে তার স্বজনেরা।

জানা যায়, উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ী বাজার এলাকার ব্যবসায়ী মোস্তাক খানের একমাত্র পুত্র সন্তান সিয়াম খান (১৩) ও ডাবলু মৃধার ছোট ছেলে রাকিব মৃধা (১২) গত ২২সেপ্টেম্বর বাড়ি থেকে খেলার কথা বলে বেড়িয়ে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকেরা তাদের অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে পরেরদিন ২৩শে সেপ্টেম্বর ডিমলা থানায় সাধারণ ডায়েরি নং-৯৩৭,তারিখ ২৩/৯/২০২০ইং রুজু করেন।এক পর্যায়ে সিয়াম না ফিরলেও শিশু রাকিব গত ৬ অক্টোবর সকালে একাই নিজ বাড়িতে ফিরে আসে।পরে তার দেয়া আংশিক তথ্যের ভিত্তিতে সিয়ামের পরিবারের লোকেরা ঢাকায় অনেক খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে আসেন। তবে সদরঘাটে সিয়াম প্রথমদিকে যে সোহাগ নামের এক ব্যক্তির হয়ে পানি বিক্রি করতেন তাকে সিয়ামের সন্ধান মিললে তার পরিবারকে খবর দিতে অনুরোধ জানান।তারই ভিত্তিতে  গত মঙ্গলবার (১৩ অক্টোবর)সদর ঘাটের ওই সোহাগ ঢাকা কমলাপুর রেলস্টেশনে সিয়ামকে কুলির কাজ করতে দেখে তার পরিবারকে খবর দেন।তার পরিবার ডিমলা থেকে ঢাকায় যাবার আগেই সিয়াম সেখান থেকে আবারও যদি অন্যত্রে চলে যান এমন সঙ্কায় ঢাকায় অবস্থানরত শিশু সিয়ামের বাবা মোস্তাক খাঁনের ফুফাতো ভাই রাকিবুল্লাকে কমলাপুরে পাঠিয়ে দিলে তিনি সেখানে গিয়ে শিশু সিয়ামের সন্ধান পান।পরে বুধবার (১৪ অক্টোবর)সেই রাকিবুল্লা সিয়ামকে তার বাড়িতে সাথে করে নিয়ে আসেন।

শিশু সিয়ামের বাবা মোস্তাক খাঁন এই প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা শিশু সিয়ামকে দেশের বিভিন্ন প্রান্তে খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়ি।এক পর্যায়ে ঢাকা সদরঘাটের সোহাগ নামের এক ব্যক্তির সহযোগিতায় আমার সন্তানকে আমাদের বুকে ফিরিয়ে পেয়েছি। অভিযোগ অনেক থাকলেও সন্তানকে ফিরে পাওয়ায় আর কারো প্রতি আমাদের কোনো অভিযোগ নেই।

Tags: