muktijoddhar kantho logo l o a d i n g

প্রচ্ছদ

লিখিত পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ভর্তি

লিখিত পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এ পরীক্ষা সরাসরি কেন্দ্রে নাকি অনলাইনে হবে এ বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন ও বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ড. মোহাম্মদ রফিকুল আলম শনিবার বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিডিও কনফারেন্সে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিষয়ে উপাচার্যদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তিন ঘণ্টাব্যাপী সভা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, ভর্তি পরীক্ষা অনলাইনে হবে নাকি কেন্দ্রে এসে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

এসএসসি ও এইচএসসি রেজাল্টের নম্বর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যুক্ত হবে কিনা এ প্রসঙ্গে তিনি জানান, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে আরো এক মাস সময় লাগবে।

গুচ্ছভিত্তিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য মীজানুর রহমান বলেন, বৈঠকে সকল বিশ্ববিদ্যালয়ের উপচার্যদের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে কী পদ্ধতিতে পরীক্ষা হবে সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।

Tags: