muktijoddhar kantho logo l o a d i n g

প্রচ্ছদ

‘জাতীয় পার্টির শাসনামলে মানুষ শান্তিতে ছিল’

জাতীয় পার্টির চেয়ারম‌্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ‘জাতীয় পার্টির আমলে ন্যায়বিচার ছিল। কে কোন দলের সমর্থক, সেটা বিবেচ্য বিষয় ছিল না। অপরাধীকে শাস্তি দেওয়া হতো। জাতীয় পার্টির শাসনকালে ধর্ষণ ও নারী নির্যাতন ছিল না। মানুষ শান্তিতে ও নিরাপদে ছিল। আমাদের কোনো দুর্নাম ছিল না। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠন করেছিলেন।’

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আমিনপুর মাঠে উপজেলা ও পৌর জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টিকে একমাত্র সম্ভাবনাময় দল হিসেবে উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘নিবন্ধিত দলগুলোর মধ্যে মাত্র তিনটি দলের কথা দেশের মানুষ বিবেচনা করেন। এরমধ্যে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় আছে। ক্ষমতায় থাকলে যেমন উন্নয়নের ফিরিস্তি দেওয়া যায়, তেমনই ব্যর্থতা ও খারাপ কাজের রেকর্ডও আছে তাদের। বিএনপি নানা সমস্যায় জর্জরিত। তারা নেতৃত্ব সংকটে ভুগছে। অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে বিএনপি। কিন্তু জাতীয় পার্টি ৩০ বছর ক্ষমতার বাইরে থেকে সুসংহত হয়েছে।’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপির সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন—জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ, প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন খান, আসিফ শাহরিয়ার, গোলাম মোহাম্মদ রাজু, মো. বেলাল হোসেন, আশরাফ হোসেন, এনাম জয়নাল, মিজানুর রহমান, মাসুদুর রহমান মাসুম, এম এ রাজ্জাক খান, মিজানুর রহমান মিরু, মাওলানা আল যোবায়ের, আব্দুস সোবহান, আব্দুস সাওয়ার গালিব, মো. নজরুল ইসলাম, মনিরুজ্জামান টিটু, আবু সাঈদ স্বপন প্রমুখ।

Tags: