muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

মনপুরায় ছাগলে ধান খাওয়া নিয়ে দুগ্রুপের সংঘর্ষ

ভোলার মনপুরা উপজেলায় ছাগলে ক্ষেতের ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজারের পশ্চিম পাশে ধানক্ষেতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- ছাগলের মালিক মফিজা খাতুন (৬৫), ছেলে মুসলিম ও পুত্রবধূ হাসিনা, অপরদিকে ক্ষেতের চাষী নয়ন মহাজন (৩৫), ভাই কামাল মহাজন (৪০)। এদের সবার বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট এলাকায়।

জানা গেছে, শনিবার সকালে মফিজা খাতুন ছাগল নিয়ে নয়ন মহাজনের ধানক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে নয়ন মহাজন ছাগলের মালিক বৃদ্ধ মফিজা খাতুনকে ধাক্কা মেরে ফেলে দেয়।

খবর পেয়ে ওই ছাগল মালিকের ছেলে ও পুত্রবধূ এসে নয়ন মহাজনের ওপর হামলা করে। এতে সংঘর্ষ বেঁধে যায়। উভয় গ্রুপের ৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

এ ব্যাপারে হাসপাতালের কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান জানান, দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এই ব্যাপারে মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, ঘটনাটি শুনেছি। কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tags: