
করিমগঞ্জে গাঁজাসহ দুই যুবক আটক
র্যাবের এক অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়েছে। সোমবার (০২ নভেম্বর) সকালে র্যাব- ১৪
এক অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটকৃতরা হলো- সুনামগঞ্জ জেলার জামালপুর উপজেলার নয়া হালট (পশ্চিমপাড়া) গ্রামের নুরুল ইসলামের পুত্র মোঃ আনোয়ার হোসেন (২০) ও একই গ্রামের আব্দুল গফুরের পুত্র মোঃ মুরসালিম আহমদ সাঈদ (১৮)।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ এম. শোভন খান জানান, সোমবার সকালে তারা জেলার করিমগঞ্জ উপজেলার চামটাঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা, নগদ ৪২০ টাকা ও ১টি মোবাইলসহ তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।