
কিশোরগঞ্জে গাঁজাসহ আটক ২
র্যাবের এক অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়েছে।
গত শুক্রবার (০৬ নভেম্বর) রাতে র্যাব- ১৪ এক অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো- জেলার সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাটধা পাথারিয়াপাড়া গ্রামের মৃত আবদুল রহিমের পুত্র মোঃ বাবুল মিয়া (২৮) ও একই ইউনিয়নের পাটধা উত্তর কাঠালিয়াপাড়া গ্রামের মৃত এরশাদ মিয়ার পুত্র আল-আমিন (১৯)।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার ল্যাফ. এম শোভন খান জানান, শুক্রবার রাতে তারা সদর উপজেলার পাতালজান বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও ১টি মোবাইলসহ তাদেরকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।