
মিঠামইনে অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ
মিঠামন উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ অনুষ্টিত।
ঢাকী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১০/১১/২০ খ্রিঃ হতে ২৩/১১/২০ খ্রিঃ পর্যন্ত ১০ দিন ব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষনে ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা অংশগ্রহণ করে।
সোমবার প্রশিক্ষনের সমাপনী দিনে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা( ভারপ্রাপ্ত) শাহিনাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আলী নুর খান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোবারক হোসেন প্রমুখ। পরে প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র ও ভাতা তুলে দেওয়া হয়।