
ভালুকায় বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি
ভালুকায় বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্ম বিরতি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্ব¡রে বাংলাদেশ হেলথ্ এসিসস্ট্যান্ট এসোসিয়েশন ভালুকা উপজেলা শাখার আয়োজনে ওই কর্ম বিরতি পালন করা হয়।
কর্ম বিরতি চলাকালে বক্তারা বলেন, ১৯৮৮সালের ৬ডিসেম্বর তৎকালিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দাবি পুরনের ঘোষণা দিলেও এত বছর পরও আমাদের এ ন্যায্য দাবি বাস্তবায়ন হয়নি। আমাদের দাবি আদায়ের আগ পর্যন্ত এ কর্ম বিরতি অব্যাহত থাকবে।