muktijoddhar kantho logo l o a d i n g

আবহাওয়া ও জলবায়ু

আগামী সপ্তাহে আসছে শৈত্যপ্রবাহ

আগামী ১৭ ডিসেম্বর থেকে দেশজুড়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর সঙ্গে বাড়তে পারে হিমেল বাতাস ও কুয়াশা।

শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘আগামী ১৭-১৮ ডিসেম্বর থেকে দেশে শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে। এসময় সাধারণত রাতের তাপমাত্রা কমতে থাকবে। এছাড়াও দেশের অধিকাংশ অঞ্চলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।’

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনর তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে।

শুক্রবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রী সেলসিয়াস।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ১৪.৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৮ ডিগ্রী সেলসিয়াস।

Tags: