muktijoddhar kantho logo l o a d i n g

আবহাওয়া ও জলবায়ু

দিনের বেলায় গরম, রাতে বাড়বে ঠাণ্ডা

তাপমাত্রার সঙ্গে কিছুটা গরমও বাড়বে দিনের বেলায়। অন্যদিকে ঠিকই হাড় কাঁপাবে রাতের ঠাণ্ডা। গতকাল সোমবার আবহাওয়া অধিদপ্তর তাদের পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে। অধিদপ্তর বলছে, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। সামান্য বাড়তে পারে দিনের তাপমাত্রা।

আবহাওয়াবিদ আবদুল হামিদ আমাদের সময়কে বলেন, ‘আপাতত রাতে হালকা তাপমাত্রা কমতে পারে, দিনে হালকা বাড়তে পারে। এ ছাড়া কয়েক দিন আবহাওয়া স্বভাবিক থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এখন।’

গতকাল দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস

ছিল টেকনাফে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও পড়তে পারে হালকা থেকে মাঝারি কুয়াশা।

আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগের অবস্থান করছে।

Tags: