muktijoddhar kantho logo l o a d i n g

আবহাওয়া ও জলবায়ু

কমবে শীত, বাড়বে তাপমাত্রা

দেশের কয়েকটি জেলায় বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ কমে আসতে পারে। দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়, শ্রীমঙ্গল, পঞ্চগড় ও কুড়িগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী তিন দিন (৭২ ঘণ্টা) রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।

Tags: