
ইটনায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারী কলেজে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
কিশোরগঞ্জের ইটনায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারী কলেজে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ডিগ্রি ২য় বর্ষের ফরম পূরণে ২ হাজার ৫শত ও প্রবেশপত্র বাবদ ৩শত টাকা সরকারী নির্দেশ অমান্য করে বিনা রশিদে আদায় করা হয়েছে। কলেজের শিক্ষার্থী রিয়াদুল হাসান রিদয় শিক্ষার্থীদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ১টি অভিযোগ দাখিল করেছেন। তবে কলেজের প্রধান অফিস সহকারী মোঃ গিয়াস উদ্দিন অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
কলেজের অধ্যক্ষ উসলাম উদ্দিন জানান, প্রবেশ পত্র নয় কেন্দ্র ফি’র জন্য ৪৫০ টাকা নেওয়ার কথা থাকলেও করুণার বিষয় বিবেচনা করে প্রত্যেক শিক্ষার্থীর নিকট থেকে ৩ শত টাকা নেওয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বার্হী অফিসার নাফিসা আক্তার জানান, ছাত্র/ছাত্রীদের কাছ থেকে ১টি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা
হবে।