muktijoddhar kantho logo l o a d i n g

অর্থনীতি

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৪ বিলিয়ন ডলার ছাড়াল

বিদেশি মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ৪ হাজার ৪০০ কোটি (৪৪ বিলিয়ন) ডলার ছাড়িয়েছে। বুধবার দিন শেষে বাংলাদেশের রিজার্ভ দাঁড়ায় ৪ হাজার ৪০২ কোটি ডলার।

এই পরিমাণ রিজার্ভ দিয়ে ১১ মাসেরও বেশি আমদানি দায় পরিশোধ করা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম।

এর আগে প্রথম ৪ হাজার ৩০০ কোটি (৪৩ বিলিয়ন) ডলার ছাড়ায় গত বছরের ১৫ ডিসেম্বর। এর পর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি দায় পরিশোধের ফলে রিজার্ভ কিছুটা কমে গেলেও জানুয়ারি থেকে রিজার্ভ আবার বাড়তে শুরু করে।

সিরাজুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, করোনার মধ্যেও প্রবাসী আয় প্রবাহ ভালো থাকায় রিজার্ভ বাড়ছে। বাজারে ডলারের সরবরাহ বেশি থাকায় গত সপ্তাহে ২৫ কোটি ডলার কেনে বাংলাদেশ ব্যাংক। এর ফলে রিজার্ভ বেড়েছে।

তিনি বলেন, রিজার্ভ নতুন উচ্চতায় পৌঁছালেও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে ব্যাংক পাড়ায় শোকের ছায়া বিরাজ করছে।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ব্যাংক খাতের বিশ্লেষক খোন্দকার ইব্রাহিম খালেদ চিরবিদায় নেন।

Tags: