muktijoddhar kantho logo l o a d i n g

আবহাওয়া ও জলবায়ু

মাসের শেষে কালবৈশাখীর শঙ্কা

চলতি মাসের শেষের দিকে সারাদেশে বৃষ্টিসহ কালবৈশাখী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস। মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রুহুল কুদ্দুস বলেন, ‘মৌসুমের প্রথম দাবদাহ তৃতীয় দিনের মতো বয়ে যাচ্ছে। এই অবস্থা আরও দুইদিন পর্যন্ত বইতে পারে। তারপর থেকে তাপমাত্রা কমতে পারে।’

তিনি বলেন, ‘২৬ মার্চ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। তারপর ধীরে ধীরে কমবে। বিশেষ করে ২৭, ২৮, ২৯ মার্চ ভালো বৃষ্টি হতে পারে। কালবৈশাখী হওয়ার সম্ভাবনা আছে।’

মঙ্গলবার তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ রাজশাহী ও পাবনা অঞ্চল এবং নীলফামারী জেলার উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সীতাকুণ্ডে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

Tags: