muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

টেস্ট স্ট্যাটাস পেল বাংলাদেশ নারী দল

ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার টেস্ট ক্রিকেটের মর্যাদা পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সম্প্রতি বোর্ড এবং কমিটি মিটিংয়ে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ে নারী দলকে টেস্ট স্ট্যাটাস দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয় ইন্টার ন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ‘বোর্ড সভা আইসিসি’র পূর্ণাঙ্গ নারী দল সদস্যদের ওয়ানডে এবং টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এখন থেকে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার পাশাপাশি এই তিন দেশও টেস্ট ক্রিকেট খেলতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২২ সালে কমনওয়েলথ গেমসের টি-টোয়েন্টি ম্যাচগুলোকে আন্তর্জাতিক ক্রিকেটের স্বীকৃতি দিয়েছে আইসিসি। উল্লেখ্য, নারী দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি টেস্ট খেলেছে ইংল্যান্ড নারী দল। এরপরই অস্ট্রেলিয়া নারী দল ও তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড নারী দল।

Tags: