muktijoddhar kantho logo l o a d i n g

নির্বাচন

পেছাল ৩ আসনে উপনির্বাচন

দেশে করোনাভাইরাসে সংক্রমণ বেড়ে যাওয়ায় সারাদেশে ১৬৩ ইউনিয়ন পরিষদের ভোট স্থগিত করা হয়েছে।  আপাতত ভোট হবে না ৯ পৌরসভাতেও।  একই সঙ্গে পেছানো হয়েছে তিনটি আসনের উপনির্বাচন।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সভা শেষে বিকালে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দাকার।

তবে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন নির্ধারিত তারিখ তথা ২১ জুনই অনুষ্ঠিত হবে।

ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ সংসদীয় আসনের উপ নির্বাচন ১০ দিন পিছিয়ে ২৮ জুলাই করার সিদ্ধান্ত হয়েছে।

এ তিন উপ নির্বাচন ১৪ জুলাই হওয়ার কথা ছিল।

ইসি সচিব জানান, করোনাভাইরাস মহামারিতে সংক্রমণের উচ্চ ঝুঁকির মধ্যে আইইডিসিআর এর সুপারিশ, স্থানীয় প্রশাসন ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Tags: