
ইটনায় পাকা ঘরের চাবি পেল ৩০ আশ্রয়হীন পরিবার
মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে ” আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার ” শ্লোগানে উপজলার ৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পাকাঁ ঘরের চাবি প্রদান করা হয়।
রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে (২য় পর্যায়ে) ৫৩ হাজার ৩৪০ টি পরিবারকে জমির দলিল ও চাবি হস্তান্তর প্রক্রিয়ার শুভ উদ্বোধন করেন।
ইটনা উপজেলা প্রশাসনের আয়োজনে সদরের রাষ্ট্রপতি আব্দুল হামিদ অডিটোরিয়ামে বিটিভির সম্প্রচারিত অনুষ্টানটি সরাসরি দেখার ব্যাবস্থা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তার, সহকারী কমিশনার ভূমি মো মনোয়ার হোসেন, ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলা ঠাকুর, আওয়ামী লীগ নেতা সোহরাব উদ্দিন ঠাকুর, উপকারভোগী পরিবারসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
পরে উপজেলার সদর ও বাদলা ইউনিয়নের ৩০ টি আশ্রয়হীন পরিবারের হাতে চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়।