muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

ট্রাক্টর চালিয়ে সংসদে রাহুল গান্ধী

ভারতে কৃষি আইন বাতিল ও কৃষকদের দাবি-দাওয়া তুলে ধরতে ট্রাক্টর চালিয়ে সংসদে যোগ দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

সোমবার কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানাতে ব্যতিক্রমধর্মী এ কর্মসূচি পালন করেন তিনি।ট্রাক্টরের সামনে বড় ব্যানারে লেখা ছিল, কৃষির তিন কালো আইন বাতিল করুন।

ট্র্যাক্টর চালিয়ে রাহুল গান্ধীর সংসদে যাওয়ার পথে ‘কৃষকবিরোধী কালো আইন বাতিল করুন’, ‘কৃষি আইন বাতিল’ লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে আন্দোলনকারীদের।

ট্রাক্টরে চালকের আসনে বসেই সাংবাদিকদের কংগ্রেস সভাপতি বলেন, ‘কৃষকদের কথা আমি সংসদে তুলে ধরছি। এই সরকার কৃষকদের কণ্ঠরোধ করছে, সংসদে কোনও আলোচনা করতে দেয় না। অবিলম্বে এই কালা কানুন প্রত্যাহার করতে হবে। গোটা দেশ জানে ২-৩ জন ব্যবসায়ীর স্বার্থেই এই আইন হয়েছে।’

এই কর্মসূচি সম্পর্কে কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় রাহুল বলেন, আমি কৃষকদের উদ্দেশে বলতে চাই, পুরো দেশ আপনাদের পাশে আছে।

কৃষক আন্দোলন নিয়ে বিজেপির দাবি, বিরোধীরা কৃষকদের রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আইনে কোনো বিষয় থাকলে এটি নিয়ে আবারো কাজ করা যাবে। আলোচনায় বসতে প্রস্তুত বিজেপি।

Tags: