
হুসাইনীয়া দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের কমিটি গঠন
মোকারিম হোসেন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি : পাকুন্দিয়ায় সামাজিক স্বেচ্ছাসেবি সংগঠন হুসাইনীয়া দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মনির হোসেন কেরামত কে সভাপতি এবং মোকারিম হোসেন কে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষনা করা হয়।
সোমবার (২৬ জুলাই) স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে তারাকান্দি মধ্যপাড়া সৌদি জামে মসজিদ প্রাঙ্গনে সংগঠনের উপদেষ্টা ও সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটির নব-নির্বাচিতদের নাম ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক মাস্টার।
কমিটির অন্যরা হলেন সহসভাপতি শফিকুল ইসলাম , অহিদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক টুটুল আহম্মেদ, জুবায়ের আহম্মেদ পলাশ,সাংগঠনিক সম্পাদক মো.হাফিজুর রহমান(নবী), সহঃ সাংগঠনিক সম্পাদক আমিনুল হক সংগ্রাম, প্রচার ও প্রযুক্তি সম্পাদক সারোয়ার জাহান ইমন, দপ্তর সম্পাদক সোহেল মিয়া; অর্থ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন পারভেজ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আলিফ হাসান নিপুন, দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক ইলিয়াস কাঞ্চন রিফাত।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে মো.নৌশাদ আহম্মেদ, বিজয় মিয়া, দিদার আহাম্মেদ নির্বাচিত হয়েছেন।