
কটিয়াদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে নোহা নামে তিন বছর বয়সী এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের হারিনা গ্রামে পানিতে ডুবে এই শিশুমৃত্যুর ঘটনাটি ঘটেছে।
পানিতে ডুবে মারা যাওয়া নোহা হারিনা গ্রামের লিটন মিয়ার একমাত্র মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার (২৫ আগস্ট) দুপুরে শিশু নোহা বাড়ির সামনে খেলা করছিল। এক পর্যায়ে বাড়ির লোকজনের অগোচরে সে পাশের পুকুরে পড়ে যায়।
দুপুর ২টার দিকে স্বজনেরা পুকুর থেকে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।