
১৬০ ইউপি ও ৯ পৌরসভায় ভোটগ্রহণ চলছে
স্থানীয় সরকারের ১৬০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ৯টি পৌরসভায় আজ সোমবার নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে আশা করছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। গতকাল রবিবার বিকেলে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন আশার কথা শোনান।
স্থানীয় সরকারের এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে নির্বাচন কমিশন আশা করলেও এ কমিশনের প্রতি অনাস্থা এনেই রাজনৈতিক দল বিএনপি এ নির্বাচনে অংশগ্রহণ করেনি। যার ফলে তৃণমূলের এ নির্বাচনে উৎসাহ-উদ্দীপনায় কিছুটা ভাটা পড়েছে।
এছাড়া এসব নির্বাচনী এলাকার কোনো কোনো জায়গা থেকে সহিংসতার খবরও পাওয়া গেছে।
১৬০ ইউপির মধ্যে ৪৪ ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আর নয়টি পৌরসভার মধ্যে তিনটি পৌরসভায় মেয়র পদে কোনো ভোটের প্রয়োজন হচ্ছে না। এ ভোটকে ঘিরে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্যদের প্রচারণায় মুখর হয়ে ছিল সংশ্লিষ্ট এলাকার পথঘাট। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার সময়ও শেষ হয়েছে গত শনিবার মধ্যরাতে।
ইসি সচিব হুমায়ুন কবীর বলেন, তফসিল অনুযায়ী ১৬১টি ইউপি ভোট হওয়ার কথা থাকলেও আদালতের আদেশে মোড়লগঞ্জের নিশানবাড়িয়া ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে। তাই ১৬০টিতে ভোট হবে। এছাড়া নয়টি পৌরসভা এবং দুটি উপজেলার ভাইস চেয়ারম্যান পদেও ভোট হবে।
তিনি জানান, তিনটি পৌরসভায় মেয়র প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ইউপি : ১৬০টি ইউপির মধ্যে ৪৪টিতে চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে অন্য পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হওয়ায় ১৬০টিতে ইউপিতেই ভোট হবে। এর মধ্যে ১১টিতে ইভিএমে ভোটগ্রহণ করা হবে।