muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

প্রেমিকের সঙ্গেই বিয়ের পিঁড়িতে জাপানের প্রিন্সেস

রাজকীয় মর্যাদা ত্যাগ করে কলেজের সহপাঠীকে বিয়ে করতে যাচ্ছেন জাপানি রাজকন্যা মাকো। আগামী ২৬ অক্টোবর তাদের বিয়ের তারিখ ঠিক হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) বিবিসি এ খবর দিয়েছে। খবরে বলা হয়, এই বিয়ে নিয়ে গত কয়েকদিন নানা বিতর্ক চললেও অবশেষে সাধারণ পরিবারের প্রেমিক কেই কোমুরোর সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসছেন জাপানের প্রিন্সেস মাকো।

বিয়ের পর স্বামী কেই কোমুরোর সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যাবেন প্রিন্সেস মাকো। সেখানে আইনজীবী হিসেবে কাজ করেন কোমুরো।

এর আগে প্রিন্সেস মাকো বাগদানের ঘোষণা দেওয়ার এক বছর পর ২০১৮ সালে তাদের বিয়ের পরিকল্পনা ছিল। কিন্তু সেই বিয়ে পিছিয়ে যায়। বিয়ের পরিকল্পনা দুই বছর পিছিয়ে যাওয়ার পর অবশেষে তা মেনে নেন জাপানের ক্রাউন প্রিন্স ফুমিহিতো।

২০১২ সালে জাপানের ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পরিচয় হয় কোমুরো ও মাকোর। এরপরই প্রেম। ২০১৭ সালে তাদের বাগদান হয়।

জাপানের নিয়ম অনুযায়ী, জাপানি রাজবংশের বাইরে সাধারণ পরিবারের কাউকে বিয়ে করার ক্ষেত্রে রাজপুত্র কিংবা রাজকুমারীকে রাজকীয় পদমর্যাদা হারাতে হয় এবং রাজপ্রাসাদের সবকিছুই ত্যাগ করতে হয়।

Tags: