muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

শরীয়তপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন জেলের মৃত্যু ঘটেছে। এ সময় একজন জেলে আহত হয়েছেন।

রবিবার ভোর ৪টার দিকে উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাঝের চরে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলা উত্তর তারাবনিয়া ইউনিয়নের রশিদ দেয়ান কান্দি গ্রামের কাশেম পাঠানের ছেলে মহিউদ্দিন (২৬), দেওয়ান কান্দি গ্রামের হাকিম দেওয়ানের ছেলে আল আমিন (৩৬) ও চাঁদপুর জেলার হাইমচর ইউনিয়নের চর ভৈরবের নয়ন আহমেদ (২৭)। আর আহত সাগর প্রধানিয়া (২৫) উত্তর তারাবনিয়া ইউনিয়নের মরণ আলী ঢালী কান্দি গ্রামের আলী আহমেদ প্রধানিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ ভোরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভেদরগঞ্জ উপজেলার মাঝের চরে মাছ শিকারে গিয়ে বজ্রপাতের কবলে পড়েন জেলেরা।

ঘটনাস্থলেই মহিউদ্দিন, আল আমিন ও নয়ন নামের তিন জেলের মৃত্যু হয়। এ সময় সাগর নামের এক জেলে আহত হন। তাকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. ইউনুস সরকার বলেন, বজ্রপাতে তিন জেলে নিহত ও একজন আহত হন। নিহতদের পারিবারিকভাবে দাফন করা হয়েছে। আমি ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানিয়েছি।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আল নাসিফ তিন জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Tags: