muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

পাকুন্দিয়ায় এক মঞ্চে পাঁচ মেয়র প্রার্থী

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী পাঁচ মেয়র প্রার্থী একই মঞ্চে ভোটারদের নানা প্রশ্নের জবাব দিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে সামাজিক সংগঠন পিপুল ডেভেলপমেন্ট প্রসেস (পিডিপি) ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজনে ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে মেয়র প্রার্থীরা ভোটারদের মুখোমুখি হন।

এ সময় তারা নির্বাচিত হলে আগামী পাঁচ বছরের কর্ম-পরিকল্পনাসহ নির্বাচনী ইস্তেহার তুলে ধরেন। সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বিজয়ী প্রার্থীকে সকলেই সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন।

পিডিপির চেয়ারম্যান আ ন ম তানভীর হায়দার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র আক্তারুজ্জামান খোকন (নারিকেল গাছ), স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র এডভোকেট মো. জালাল উদ্দিন (মোবাইল ফোন), স্বতন্ত্র প্রার্থী মোতায়েম হোসেন স্বপন (জগ) ও ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা আতাহার আলী (হাতপাখা)।

উল্লেখ্য, তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া পাকুন্দিয়া পৌরসভার নির্বাচনে মোট ভোটার ২৩ হাজার ১৫১ জন। আগামী ২ নভেম্বর মোট ১১টি কেন্দ্রের ৭৫টি বুথেই ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে মোট ৩১ জন এবং দুইটি সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tags: