muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

নৌকার প্রার্থী বড় ভাই লাঙ্গল নিয়ে মাঠে ছোট ভাই

কিশোরগঞ্জের তাড়াইলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই ভাই চেয়ারম্যান পদে লড়াই করছেন। নির্বাচনে বড় ভাইয়ের প্রতীক নৌকা হলেও ছোট ভাইয়ের প্রতীক লাঙল।

উপজেলার দিকদাইড় ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. গোলাপ হোসেন ভূঁইয়া ও তার ছোট ভাই মো. আশরাফ উদ্দিন ভূঁইয়ার ভোটের লড়াই এখন এলাকার প্রধান আলোচনার বিষয়।

আপন দুই ভাইয়ের ভোটযুদ্ধ নিয়ে এলাকাবাসীর মাঝে কৌতূহল সৃষ্টি হয়েছে। পাড়া-মহল্লার চায়ের আড্ডায় এখন শুধু দুই ভাইয়ের চেয়ারম্যান নির্বাচন নিয়ে চলছে নানা কথা।

স্থানীয় সূত্র জানায়, তাড়াইল উপজেলার দিকদাইড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. গোলাপ হোসেন ভূঁইয়া এবারো নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তবে ওই ইউনিয়নে জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন তারই ছোট ভাই মো. আশরাফ উদ্দিন ভূঁইয়া। ভোটাররা বলছেন, দুজনই এলাকায় প্রভাবশালী। তাই দুই ভাইয়ের লড়াই নিয়ে বেকায়দায় ভোটাররা।

বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাপ হোসেন ভূঁইয়া বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে এলাকার অনেক উন্নয়ন করেছি। এবারও জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। এলাকাবাসী আমার পাশে আছেন। আবারও নৌকা প্রতীকে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়ে এলাকার উন্নয়ন করতে চাই।

জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন ভূঁইয়া (আসাদ) বলেন, দিগদাইড় ইউনিয়নের সর্বস্তরের জনগণের চাওয়াতেই আমি চেয়ারম্যান পদে লাঙ্গল প্রতীক নিয়ে মাঠে নেমেছি। ইউনিয়নবাসী বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবেন বলে আমি আশাবাদী।

কিশোরগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম বলেন, দিকদাইড় ইউনিয়নে দুজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। তাদের কেউ মনোনয়নপত্র প্রত্যাহারও করেননি। নির্বাচনী আইন মেনে যে কেউই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার সাত ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৫ জন ও সাধারণ সদস্য পদে ২২৮ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tags: