muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

টিকা ছাড়া মিলবে না বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকেট

দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা করোনার মধ্যে মাঠে খেলা ফিরালেও দর্শক ফেরায়নি এখনও। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই ঘোষণা দিয়েছে আসন্ন পাকিস্তান সিরিজে মাঠে দর্শক থাকবে।

তবে ক্রিকেটপ্রেমীদের মাঠে বসে খেলা দেখার জন্য নিতে হবে করোনা ভাইরাসের টিকা। করোনার ভাইরাসের টিকা দেয়া না থাকলে মাঠে প্রবেশের টিকিট সংগ্রহ করতে পারবে না কেউ। টিকিট ক্রয়ের সময় অবশ্যই করোনা টিকার সার্টিফিকেট দেখাতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগ থেকে এমনটাই জানিয়ে দেয়া হয়েছে।

চলমান বিশ্বকাপ মিশন শেষ করে শনিবার সকালে দুবাই থেকে সরাসরি ঢাকা চলে আসবে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৯ নভেম্বর পরের দুই ম্যাচ ২০ ও ২২ নভেম্বর।

তিনিটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আর প্রথম টেস্ট ম্যাচ হবে চট্টগ্রামে ২৬ থেকে ৩০ নভেম্বর। ঢাকায় সিরিজের শেষ টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর।

Tags: