muktijoddhar kantho logo l o a d i n g

প্রচ্ছদ

মেলেনি আঙুলের ছাপ, এনআইডি দেখিয়ে ভোট দিলেন শামীম ওসমান

শেষ বেলায় এসে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোট দিয়েছেন সরকারদলীয় স্থানীয় সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান।

তবে ভোট দিতে এসে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বিপত্তিতে পড়েন তিনি। তিনবারের চেষ্টায়ও আঙুলের চাপ না মেলায় শেষ পর্যন্ত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখিয়ে তাকে ভোট দিতে হয়।

ব্যাটারিচালিত রিকশায় চড়ে বিকেল ৩টা ৪৫ মিনিটে আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দিতে আসেন শামীম ওসমান। এরপর ৩টা ৪৮ মিনিটের দিকে বুথ থেকে বের হন তিনি।

এ সময় ইভিএম বিপত্তি নিয়ে শামীম ওসমান সাংবাদিকদের বলেন, ‘যাদের হাত নেই, তারা কীভাবে ভোট দেবেন?’

এরপর ব্যাটারিচালিত রিকশায় করেই ভোটকেন্দ্র ত্যাগ করেন নাসিক নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রে থাকা স্থানীয় এই সংসদ সদস্য।

Tags: