
ভোলায় মুক্তিযোদ্ধাদের রোড মার্চ
ভোলায় পতাকা সজ্জিত গাড়িবহর নিয়ে মুক্তিযোদ্ধাদের জেলাব্যাপী প্রচার ও সমাবেশ হয়েছে।
রোববার সকাল ৯টায় জেলা প্রশাসক চত্বর থেকে পতাকা সজ্জিত গাড়িবহর নিয়ে জেলার সাত উপজেলা প্রদক্ষিণকালে বিভিন্ন বাজারে মুক্তিযুদ্ধের সময়কালের কথা তুলে ধরে ওই সমাবেশ করা হয়। পাঁচটি ট্রাকে ৫০ মুক্তিযোদ্ধা লাল সবুজ গেঞ্জি, ক্যাপ পড়ে স্বাধীনতার সুবর্ন জয়ন্তীর স্লোগান দেন। ব্যান্ড বাজিয়ে, মুক্তির বারতা দিয়ে মুক্তিযোদ্ধারা প্রথমে ভোলা সদর থেকে দৌলতখান যান।
পরে বোহানউদ্দিন উপজেলা প্রদক্ষিণ করে। পরের দিন চরফ্যাসন, তজুমদাদিন ও লালমেহন যাওয়ার কথা রয়েছে।
এদিকে সকাল ৯টায় শোভাযাত্রার উদ্বোধন করার পাশাপাশি বক্তব্য রাখেন— জেলা প্রশাসক, তৌফিক-ই লাহী চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফারুক, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার দোস্তমাহমুদ, ডেপুটি কমান্ডার মো. সফিকুল ইসলাম, উপজেলা কমান্ডার অহিদুর রহমান, প্রেসক্লাব সম্পাদক ও জেলা তথ্য অফিসার নুরুল আমিন উপস্থিত ছিলেন। এদিকে প্রতি উপজেলায় মুক্তিযোদ্ধাদের এই বহরকে স্বাগত জানাতে বিশেষ ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় মুক্তিযোদ্ধারা।