muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

মিসরে আন্তর্জাতিক ঢোল উৎসব, যোগ দিল বাংলাদেশ

রাজধানী কায়রোর সুলতান সালাহ উদ্দিন আইয়ুবী দুর্গের বে’রে ইউসুফ (ইউসুফ কুয়া) থিয়েটারে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক ঢোল ও ঐতিহ্যবাহী লোকশিল্প উৎসব।.করোনার প্রকোপ কিছুটা কমে যাওয়ায় এবার যেন প্রাণ ফিরেছে উৎসব। উৎসবে অংশ নিতে লাগছে না মাস্ক বা টিকা সনদ।

গতকাল শনিবার ( ২১শে মে ২০২২) মিসরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় আন্তর্জাতিক ঢোল ও ঐতিহ্যবাহী লোকশিল্প উৎসব উদ্বোধন করেন দেশটির সংস্কৃতিমন্ত্রী এনাস আবদেল দাইম।

শান্তির জন্য বাজছে ঢোল স্লোগান নিয়ে বাংলাদেশ সহ ৪৩টি দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতি প্রতিনিধি দল অংশ নেয় এই উৎসবে।

কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা, তাদের সহধর্মিণী ও প্রবাসী বাংলাদেশি শিল্পীরা অংশ নেয় আন্তর্জাতিক এই উৎসবে।

মিসরে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশ-মিসের বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং কায়রো-ঢাকা বিনিময় ও সহযোগিতা গভীরতর হচ্ছে। আন্তর্জাতিক ঢোল ও লোকশিল্প উৎসবটি দুই দেশের সংস্কৃতির অঙ্গনের দ্বার আরো উন্মুক্ত করবে।

শনিবার থেকে শুরু হওয়া ঢোল ও লোকশিল্প উৎসবটি ২৮শে মে রোজ শনিবার পর্যন্ত চলবে।

Tags: