muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

বাংলাদেশে নেমেই শেখ হাসিনা স্টেডিয়ামে আইসিসি সভাপতি

দুই দিনের জন্য বাংলাদেশ সফরে এসেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি গ্রেগ বার্কলে। রবিবার (২২ মে) দুপুর ১টা ৫ মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে সরাসরি শেখ হাসিনা স্টেডিয়ামে চলে যান বিশ্ব ক্রিকেট সংস্থার প্রধান।

এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।

আজ থেকেই বাংলাদেশ সফরে বার্কলের নানা কার্যক্রম শুরু হবে। বাংলাদেশের ক্রিকেটের বিভিন্ন কাঠামো ঘুরে দেখবেন। পরিদর্শন করবেন পূর্বাচলে অবস্থিত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

বার্কলের সৌজন্যে নৈশভোজের আয়োজন করছে ক্রিকেট বোর্ড। আগামীকাল সন্ধ্যায় হবে এটি। পরদিন বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টের প্রথম ঘণ্টা মাঠে বসে দেখার কথাও রয়েছে বার্কলের।

২০২০ সালে আইসিসির সভাপতি পদ থেকে দায়িত্ব ছাড়েন ভারতের শশাঙ্ক মনোহর। এরপর অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করছিলেন সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের প্রধান ইমরান খাজ। এরপর আইসিসির সভাপতি পদে নির্বাচিত হন নিউজিল্যান্ডের বার্কলে।

বাংলাদেশ থেকে ২৪ মে কলকাতায় যাবেন বার্কলে। সেখানে আইপিএলের প্লে অফ ও ফাইনাল দেখবেন তিনি। বিসিবি সভাপতি নাজমুল হাসানেরও আইপিএল ফাইনাল দেখতে ভারত যাওয়ার কথা রয়েছে।

Tags: