muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৪ লাখ ৯৯ হাজার ৭১৭ শিশু

কিশোরগঞ্জে এ বছর চার লাখ ৯৯ হাজার ৭১৭ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৫৮ হাজার ৭৭৪ জন শিশুকে খাওয়ানো হবে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৪০ হাজার ৯৪৩ জন শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ক্যাপসুল।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য জানানো হয়।

এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম।

সিভিল সার্জন জানান, আগামী ১২ থেকে ১৫ জুন পালিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ক্যাম্পেইনে জেলার ১৩টি উপজেলার ইউনিয়ন ও পৌরসভার ৩৪৩টি ওয়ার্ডের মোট ২ হাজার ৭৪৪টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী মিলে মোট ৬ হাজার ৭৯৯ জন দায়িত্ব পালন করবেন।

ওরিয়েন্টেশনে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন, সিনিয়র তথ্য অফিসার মো. শামছুল হক, কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিবু রঞ্জন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

Tags: