muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

মোহাম্মদপুর থানার ওসিকে মারধর

রাজধানীর ঢাকা উদ্যান এলাকায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদসহ এক এএসআইকে মারধর করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

শুক্রবার জুমার নামাজের পর ইসলামি আন্দোলনসহ সমমনা দলগুলোর ডাকা বিক্ষোভ চলার সময় তাঁর ওপর হামলা হয় বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান।

কামরুজ্জামান বলেন, ‘মহানবী (সা.)-কে নিয়ে ভারতের বিজেপি নেতার কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করে স্থানীয় একটি সংগঠন। সে সময় ঢাকা উদ্যান এলাকায় বিক্ষোভ শুরু করলে মোহাম্মদপুর থানার ওসি তাঁদেরকে দ্রুততম সময়ে কর্মসূচি শেষ করতে অনুরোধ করেন। ওসি এ সময় সাদা পোশাকে ছিলেন। এসময় কিছু যুবক পেছন থেকে ওসির ওপর হামলা চালান ও মারধর করেন।’

কামরুজ্জামান বলেন, ‘ওসি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। সঙ্গে জাহাঙ্গীর আলম নামের এক সহকারী উপপরিদর্শককেও (এএসআই) মারধর করা হয়েছে।’

কামরুজ্জামান আরও বলেন, ‘ওসি ও এএসআইকে প্রথমে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁরা বর্তমানে সেখানে চিকিৎসাধীন। তবে দুজনই শঙ্কামুক্ত।’

এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। এমনকি কাউকে গ্রেপ্তারও করা হয়নি বলে জানান কামরুজ্জামান।

Tags: