muktijoddhar kantho logo l o a d i n g

ভৈরব

ভৈরবে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট আইডি কার্ড বিতরণ

সোহানুর রহমান সোহান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে বঙ্গমাতা ফজিলাতুন নেছার জন্মবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের মধ্য ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু হলরুমে এক অনুষ্ঠানে উপজেলার ৪৪৮ জন বীর মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান সবুজ। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু প্রমূখ।

ভৈরব উপজেলায় বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ৪৪৮ জন। তার মধ্য জীবিত মুক্তিযোদ্ধার সংখ্যা ১৯৭ জন এবং মৃত মুক্তিযোদ্ধা ২৫১ জন। জীবিত মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ইস্যুকৃত ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড এবং মৃত মুক্তিযোদ্ধারা শুধু সার্টিফিকেট পায়। মৃতদের পরিাবরের সদস্যরা সনদপত্র গ্রহণ করে এবং জীবিতরা উপস্থিত থেকে সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড নিজে গ্রহন করে।

Tags: