muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন সেই বেলায়েত

পঞ্চান্ন বছর বয়সেও এইচএসসি পাসের পর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়েছিলেন বেলায়েত শেখ। তবে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে তার ভর্তির সুযোগ হয়নি। তবে এবার রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সাফল্য পেয়েছেন তিনি।

আজ সোমবার সকালে এ শিক্ষালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের ভর্তি পরীক্ষায় অংশ নেন বেলায়েত শেখ। এমসিকিউ পদ্ধতিতে হওয়া ভর্তি পরীক্ষার ফল আজ দুপুরেই প্রকাশ করা হয়। ১০০ নম্বরের সে পরীক্ষায়৬৮ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন বেলায়েত।

বেলায়েত শেখ বলেন, ‘ভর্তি পরীক্ষায় পাস করেছি, ভর্তি হওয়ার ইচ্ছা আছে। তবে এত দূর পড়তে হলে মায়ের অনুমতি নেওয়া লাগবে। মা অনুমতি দিলে এবং কর্তৃপক্ষ ছাড় দিলে এখানে ভর্তি হব। শুনেছি অনার্স শেষ করতে প্রায় ২ লাখ টাকা লাগবে। এত টাকা তো আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না। কারণ আমার সংসার রয়েছে। কর্তৃপক্ষ যদি ছাড় দেয়, তাহলে আমার পড়ার স্বপ্ন পূরণ হবে।’

গাজীপুরের বাসিন্দা বেলায়েত শেখ পেশায় সাংবাদিক। তিনি এর আগে ঢাকা, জাহাঙ্গীর নগর, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন।

সাংবাদিকতা বিভাগেই পড়বেন জানিয়ে বেলায়েত বলেন, ‘ঢাকায় দুটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিনা খরচে পড়ানোর প্রস্তাব করেছিল। কিন্তু সেখানে সাংবাদিকতা সাবজেক্ট নাই, অন্য সাবজেক্টে পড়তে বলা হয়েছে। আমি সাংবাদিকতা নিয়েই পড়তে চাই।’

টিউশন ফি-তে ছাড় দেওয়া হবে কিনা, এ বিষয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কোঅর্ডিনেটর মো. শাতিল সিরাজ বলেন, ‘ফি ছাড় দেওয়ার বিষয়ে উনি আমাকে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে অথরিটি বরাবর একটা আবেদন করবেন। অথরিটি কনসিডার করলে নিশ্চিয় তিনি সুযোগ-সুবিধা পাবেন।’

Tags: