muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

ব্যারিস্টার সুমনের খেলা দেখতে উপচেপড়া ভিড়, ধসে পড়ল টিনের ছাউনি

কিশোরগঞ্জে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ফুটবল খেলা দেখতে আসা দর্শকদের চাপে একটি স্কুলের টিনের ছাউনি ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের উমেদ আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয় মাঠে আকবপুর শততারা ফুটবল একাডেমি একাদশের সঙ্গে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে। খেলায় ২ শূন্য গোলে আকবপুর শততারা ফুটবল একাডেমিকে হারিয়ে বিজয়ী হয় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। খেলায় একটি গোল করেন ব্যারিস্টার সুমন।

স্থানীয় সূত্র জানায়, দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে নিজের টিম নিয়ে তাড়াইলে এসেছেন ব্যারিস্টার সুমন। তার টিমের ম্যাচ দেখতে মাঠে হাজির হন প্রায় অর্ধলাখ মানুষ। খেলা শুরুর আগেই মাঠের চারপাশ দর্শকে পূর্ণ হয়ে যায়। মাঠে জায়গা না পেয়ে আশপাশের স্কুল ভবন, টিনের ছাউনি ও উঁচু গাছে অবস্থান অনেক দর্শক। খেলা শুরু না হতেই উমেদ আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের বড় ঘরের টিনের ছাউনি ধসে পড়ে। এতে আহত হন অন্তত ২০ জন দর্শক।

খেলায় প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য আমিরুল ইসলাম খান বাবুল উপস্থিত ছিলেন।

তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাহেদ ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া (শাহীন), উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন ভূঁইয়া (চাঁন মিয়া), নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক (স্বপন), তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন (লাকী), তাড়াইল থানার ওসি মো. রফিকুল ইসলাম, তাড়াইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার প্রমুখ।

Tags: