muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

ভৈরবে ডজন মামলার আসামি ডাকাত ‘গুরু’ গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে এক ডজন মামলার আসামি নৌ-ডাকাত তাহের মিয়া উরফে গুরু তাহেরকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২ জানুয়ারি) রাতে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তাহের ভবানীপুর গ্রামের কাশেম আলীর ছেলে।

পুলিশ জানায়, ছয়মাস আগে মেঘনা নদীতে স্থানীয় ছাত্রলীগের একটি বনভোজনের নৌকায় ডাকাতি ঘটনা ঘটে। এসময় ডাকাতরা তাদের মারধর করে মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে থানায় ডাকাতির মামলা করা হয়। সেই মামলার এজাহারভুক্ত আসামি তাহের মিয়া।

এর আগে এই মামলার প্রধান আসামি বর্তমান আগানগর ইউপির সদস্য শহীদ, আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামের নৌ-ডাকাত লিটনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভৈরব নৌ-পুলিশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়া বলেন, মেঘনা নদীতে ছাত্রলীগের বনভোজনের নৌকায় ডাকাতির মামলার আসামি কুখ্যাত ডাকাত তাহের মিয়া। তার বিরুদ্ধে ভৈরবসহ বিভিন্ন থানায় এক ডজন মামলা রয়েছে। এছাড়া ৩-৪ টি মামলার ওয়ারেন্ট মামলার পলাতক আসামি তিনি।

Tags: