muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

ভৈরবে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় বগি লাইনচ্যুত, আহত ১০

কিশোরগঞ্জের ভৈরবে এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় তিন বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের ৩নং প্লাটর্ফমে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই ট্রেনের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। এদিকে দুর্ঘটনার পর থেকে ওই ট্রেনের চালক আবদুস ছাত্তার পলাতক রয়েছেন।

জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারো সিন্ধুর ট্রেনের ইঞ্জিন ঘুরানোর সময় সজোরে ধাক্কা লাগে। এতে ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়াসহ তিন বগি লাইনচ্যুত হয়। এ সময় ইঞ্জিনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিন বগির ১০ জন যাত্রী আহত হন।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. নুর নবী জানান, ট্রেনটির ইঞ্জিন ঘুরানোর সময় বেশি গতি থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর থেকে ট্রেনের চালককে পাওয়া যাচ্ছেন না। আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে বগিগুলো মেরামতের পর ট্রেনটি পুনরায় যাত্রা করবে।

Tags: