
আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশে মিরাজ
গত এক বছরের পারফরম্যান্স বিবেচনা করে বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে আইসিসি। যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
একাদশে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দুজন করে জায়গা পেয়েছেন। একজন করে আছেন বাংলাদেশ, পাকিস্তান, জিম্বাবুয়ের। অধিনায়ক হিসেবে রয়েছেন পাকিস্তানের বাবর আজম।
বর্ষসেরা ওয়ানডে একাদশ: বাবর আজম (অধিনায়ক), ট্রাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম, সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা।