muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

শরীরে কসটেপ পেঁচানো ৪ কেজি গাঁজা, বিক্রি করতে গিয়ে ধরা

কিশোরগঞ্জের কটিয়াদীতে শরীরে কসটেপ পেঁচানো ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা ভূমি অফিসের পশ্চিম পাশের রাস্তা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার নন্দীপুর গ্রামের হযরত আলীর ছেলে ফরিদ (৩২) ও একই উপজেলার কামাইরা চৌরাস্তা এলাকার মোহাম্মদ আলীর ছেলে মুনসুর আলী (২১)।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন মুক্তিযোদ্ধার কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কটিয়াদী উপজেলা ভূমি অফিসের পশ্চিম পাশের রাস্তায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন কটিয়াদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা। অভিযানে মাদক কারবারি ফরিদ ও মুনসুর আলীকে আটক করা হয়। পরে তাদের শরীরে কসটেপ পেঁচানো অবস্থায় ৪ কেজি গাঁজা জব্দ করা হয়। আটককৃতরা এগুলো বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলেন।

Tags: