muktijoddhar kantho logo l o a d i n g

করিমগঞ্জ

করিমগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ৪১ গৃহহীন পরিবার

করিমগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ৪১ গৃহহীন পরিবার

কিশোরগঞ্জের করিমগঞ্জে আবারও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দেওয়া উপহারের ৪১টি ঘর পাচ্ছেন ভূমিহীন-গৃহহীনরা।

আগামী ২২ মার্চ, বুধবার উপকারভোগীদের মাঝে তাদের নতুন ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হবে।
জানা গেছে, সেদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু জানান, আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের জন্য ৪র্থ পর্যায়ে সারাদেশে ন্যায় করিমগঞ্জেও আগামী বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। উদ্বোধনের পরপরই উপকারভোগীদের মাঝে তাদের নতুন ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর জানান, ৪র্থ পর্যায়ে ৪১টি ঘর প্রস্তুত রাখা হয়েছে।
উপজেলার ০৩ টি স্পটে বা ক্লাস্টারে এই ৪১টি ঘর নির্মান করা হয়েছে। জাফরাবাদ ইউনিয়নের সুবন্দি আশ্রয়ণ প্রকল্পে ২২টি, সুতারপাড়া ইউনিয়নের সুতারপাড়া আশ্রয়ণ প্রকল্পে ১৪টি, গুজাদিয়া ইউনিয়নের বন্দেগোমরা আশ্রয়ন প্রকল্পে ০৫টি।

তিনি আরও জানান, উপজেলায় ১ম পর্যায়ে ৩১ টি, ২য় পর্যায়ে ৪৩ টি ও ৩য় পর্যায়ে ২৩টিসহ মোট ৯৭ টি ঘর উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে এবং ৪র্থ পর্যায়ের ৪১টি ঘর উদ্বোধনের অপেক্ষমান রয়েছে।

Tags: