muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ধানক্ষেতে দৃশ্যমান ‘জাতীয় পতাকা’

ধানক্ষেতে দৃশ্যমান ‘জাতীয় পতাকা’

জমিতে ধানের চারা রোপণ করে জাতীয় পতাকার রূপ দিয়েছেন রণঞ্জিত সাহা। জাতীয় পতাকার আদলে লাগানো তার ধানক্ষেত দেখতে প্রতিদিন এলাকার মানুষ ভিড় করছে।

রণঞ্জিত সাহা উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের বাসিন্দা।

দেবীপুর গ্রামে গিয়ে দেখা গেছে, রণঞ্জিত সাহা জমিতে জাতীয় পতাকার মাঝখানের লাল বৃত্ত ভরাট করেছেন বেগুনি রঙের এক ধরনের ধান লাগিয়ে। ধান ক্ষেতের চারপাশে বেগুনি রঙের ধান দিয়ে বর্ডার তৈরি করেছেন। ধান গাছের রংটা বেগুনি হলেও সবুজের বুকে ওই বেগুনি অনেকটা লাল রংয়ের মতো মনে হচ্ছে। গত বছরও রণঞ্জিত সাহা ধানক্ষেতে এমন চিত্রকর্ম ফুটিয়ে তুলেছিলেন। প্রতিদিন অনেক মানুষ ভিড় করছেন রণঞ্জিত সাহার কৃষি খামারে।

রণঞ্জিত সাহা বলেন, ‘দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমি ধানক্ষেতে জাতীয় পতাকা তৈরি করেছি। এছাড়া আমার শখ ছিল ধানক্ষেতে জাতীয় পতাকা অংকন করার। এবারের বোরো আবাদে সেই স্বপ্ন পূরণ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রতি বছরই ধানক্ষেতে বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা ও স্মৃতিসৌধের চিত্র ফুটিয়ে তুলার ইচ্ছা আছে।’

Tags: